স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে পৌরসভার সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাংচুরের প্রতিবাদে আমজনতার প্রতিবাদ ও শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সোমবার দুপুরে শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল ছাড়াও সমাজের গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। রোববার রাতে নৌকার মিছিল থেকে একদল যুবক গালর্সস্কুল সড়কের বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও কিংশুক বিপনীতে হামলণা চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা কিংশুক বিপনীর পিকআপ ভ্যানের গ্লাস ভাংচুর ও দোকানের ক্যাশ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয় বলে হিজল অভিযোগ করেন। শান্তি সমাবেশে কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল নৌকার সমর্থকদের এই হামলার জন্য দায়ী করে বলেন, আমার পিতা মুছা মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার ছেলে হিসেবে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়ে কাপুরুষের পরিচয় দিতে পারিনা। খেলা যখন শুরু করেছি, জয়ী হয়ে শেষ করবো ইনশাল্লাহ।
ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার প্রতিবাদে আমজনতার প্রতিবাদ ও শান্তি মিছিল
3 months ago
16 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
14 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
15 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
15 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
15 hours ago