শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি আদমিয়া হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার শাকিল ইসলাম (১১) নামের হাফেজ শ্রেনিতে পড়ুয়া পিতৃমাতৃহিন এক ছাত্র নিখোঁজ হওয়ার ১৯ দিনেও সন্ধান মিলেনি। সে সেচ্ছায় নাকি অভিমানে নিখোঁজ হয়েছে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। শাকিল ইসলাম আদমদীঘির বামনিগ্রামের মৃত সোহাগের ছেলে। এ ব্যাপারে গত ২০ জুন নিখোঁজ শাকিল ইসলামের নানী আনজুয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জানাযায়, শাকিল ইসলামের পিতা মাতা মারা যাবার পর সে তার নানী উপজেলার বামনিগ্রামের বিধবা আনজুয়ার বাড়িতে থেকে আদমদীঘি আদমিয়া হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার পড়াশুনা করে। গত ১ জুন শাকিল ইসলামকে বামনিগ্রাম বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ জুন মেলা দেখার নাম করে সে নানীর বাড়ী বামনিগ্রাম থেকে বের হয়ে আসার পর আর বাড়ি ফিরেনি। শাকিলের নানী জানায়, পিতৃ ও মাতৃহিন নাতি হারিয়ে যাওয়ায় নানা দু:চিন্তায় রয়েছি। আদমিয়া হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ আল হেলাল জামালী জানায়, মাদরাসা থেকে শাকিল ইসলামকে তার নানী বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে নিখোঁজ হলে আমাদের কিছু করার নেই। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, নিখোঁজ ছাত্রকে খোঁজা হচ্ছে।
আদমদীঘিতে নিখোঁজের ১৯ দিন পরেও সন্ধান মিলেনি
6 days ago
7 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
21 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
22 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
22 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
22 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
22 hours ago