জামালপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি থেকে ১১ জন নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৮ জুলাই) বিকেলে শফি মিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেরার সময় তাদেরকে পুলিশ ধাওয়া করে। এ সময় ১১ জন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ইবনে নবাব, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন, ছাত্রদল নেতা জাহিদ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিম ও যুবদল নেতা মনিসহ আরও কয়েকজন রয়েছেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচি পালিত হয়। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া ও লাঠিচার্জ করে। এ সময় ছাত্রদল ও যুবদলের ৯ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিভিন্ন মামলায় সম্পৃক্ত আসামি হিসেবে ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিল বলেও জানান তিনি।
ছাত্রদলের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মী আটক
4 weeks ago
28 Views

You may also like
সর্বশেষ সংবাদ
অনিয়ম-দুর্নীতির আখড়া তানোর শিক্ষা অফিস
5 hours ago
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
5 hours ago