নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক গৃহবধূকে (৩২) নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মোরশেদ আলম রুবেল (৩৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার আটিয়াবাড়ী এলাকার বাসিন্দা। শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ীর পৌরসভার আটিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি রুবেলের সঙ্গে পাঁচ মাস আগে ওই গৃহবধূর মুঠোফোনে পরিচয় হয়। এক পর্যায়ে রুবেল চৌমুহনী থ্রি স্টার হোটেলে ওই নারীকে নিয়ে তার সাথে অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৮৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল হাতিয়ে নেন রুবেল। ওসি আরও জানান, এরপর আরও টাকা দেওয়ার জন্য ভুক্তভোগীকে চাপ দিতে থাকলে তিনি পুলিশ সুপার নোয়াখালীর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে হাতিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও ভিডিও ধারণ করা মোবাইল ফোনসহ আসামি রুবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার এক
3 weeks ago
25 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
14 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
15 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
15 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
15 hours ago