দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ-মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কর্মশালার অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া এর আয়োজনে ২৫জুলাই সোমবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী এর পরিচালনায় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর বগুড়া এর পরিদর্শক ইব্রাহীম খান প্রমুখ। এ কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপচাঁচিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
3 weeks ago
11 Views

You may also like
সর্বশেষ সংবাদ
অনিয়ম-দুর্নীতির আখড়া তানোর শিক্ষা অফিস
4 hours ago
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
5 hours ago