সজিবুল আলম সজিব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য আব্দুল রহিম নিহতের প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবদলের উদ্যোগে পুলিশের বাধা উপক্ষো করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টায় মাঝিড়া স্ট্যান্ড থেকে বিক্ষোভ বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা ফারুকে আযম, শাহ নেওয়াজ সাজন, রেজাউল করিম লাবু, ফরিদ আহম্মেদ মুন, সোহাগ, নয়ন, স্বপন, রেজাউল করিম, বিপুল, হারুন, মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, নুর মাহমুদ, সোহেল, আব্দুল রউফ, রহমত, সাজেদুর রহমান সাজুসহ ৯টি ইউনিয়ন যুবদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম-আহবায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদল সভাপতি খাদেমুল ইসলাম বলেন, বুকে গুলি চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের রাজপথ থেকে সরানো যাবে না। লক্ষ লক্ষ যুবদলের কর্মীরা রাজপথে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে । অপেক্ষা শুধু নির্দেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবিলম্বে খুনী হাসিনা সরকার পতন আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসিয়ে বাড়ি ফিরবে ইনশাআল্লাহ।
শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
1 week ago
9 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কৃষক নেতা ডাঃ মকবুল হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত
14 hours ago
গাবতলীতে কৃষকলীগের শোক র্যালী
15 hours ago
গাবতলী প্রেসক্লাবে ৪জনের সাধারণ সদস্যপদ লাভ
15 hours ago
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা অনুষ্ঠিত
15 hours ago