শিমুল হাসান, আদমদীঘি ( বগুড়া ) প্রতিনিধি-বগুড়ার আদমদীঘি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশ। গত ৩১ জুলাই রাতে আদমদীঘি উপজেলার শাহজাহান আলীর বাড়ি থেকে একটি লাল রংএর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন ফোন চুরি হয়। পরের দিন ১লা আগস্ট আদমদীঘি থানায় একটি এজাহার করেন। এজাহারের পেক্ষিতে মোটরসাইকেল চুরি হওয়ার ৬দিনের মধ্যে শুক্রবার ৫ আগস্ট সকালে চোরাই মোটর সাইকেল ও মোবাইল উদ্ধারসহ চোরের ৪জন সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার সদর থানার চকরামপুর মধ্যপাড়া গ্রামের আকাব আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল(২৭) , বগুড়া জেলার সদর থানার ধরমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন(২৪), নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন(২৩) ও কাঁঠালতলী বনারপাড়া গ্রামের সোহেল কিনার ছেলে ইউনুছ মণ্ডল (২৩)।আদমদীঘি থানার এস আই প্রদিপ কুমার বলেন, গত ৩১ তারিখ রাতে আদমদীঘি উপজেলার শাহজাহান আলী বাড়ি থেকে একটি মোটর সাইকেল ও বাটন ফোন চুরি হয়। এ ঘটনায় শাহজাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন বাদীর এজাহারের আলোকে গোপন তথ্