জরুরি নম্বরে ফোন করে সেবা পেয়েছেন ৫০ লাখ মানুষ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, গত ২ বছরে পুলিশের ৯৯৯ জরুরি নম্বরে প্রায় ২ কোটি মানুষ সেবার জন্য ফোন করেছেন। এর মধ্যে ৫০ লাখেরও বেশি মানুষের কাছে পুলিশ তাদের সেবা পৌঁছে দিয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের মাওনা চৌরাস্তার ভাই ভাই সুপার মার্কেটে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ষষ্ঠ শাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান চলমান থাকবে। শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে স্পষ্ট করেছেন। আমরা সবসময়ই চাই জনগণের পুলিশ হতে। আমরা চাই জনগণের কাছে আসতে, পাশে থাকতে। সামাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই। আমরা সার্বক্ষণিকভাবে কাজ করি জনগণের সঙ্গে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশের ধারণাটিও আপনাদেরকে ঘিরে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ। কমিউনিটি ব্যাংকের ধারণাটিও জনগণের দোরগোড়ায় পুলিশকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা মাত্র। আপনাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে, আপনাদের সঞ্চয় যাতে নিরাপদ থাকে সেই নিশ্চয়তা দিতেই কমিউনিটি ব্যাংক আপনাদের দোরগোড়ায় চলে এসেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এআইজি (প্রশাসন) মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রো কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির শাখা উদ্বোধন করেন অতিথিরা।

সর্বশেষ সংবাদ