কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশীতা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ধলাই মিয়া। এ নিয়ে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হলো।

রবিবার বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ধলাই মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান জানান, ধলাই মিয়ার মাথায় গুরুতর আঘাত ছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙে গিয়েছিল।

গত ১২ নভেম্বর মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেদিনই ১৬ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।

আহতদের ব্রাক্ষ্মণবাড়িয়া ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে। পরে গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা হরিজন নামে একজন। এর একদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ধলাই মিয়া।

সর্বশেষ সংবাদ