সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের

বাংলা ওয়াশ নয় সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলে টাইগারদের। শেষ ম্যাচটা জিততে পারল না বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ৭৭ রানে ম্যাচ জিতেছে ভারত। সিরিজটা তাই ২-১ ব্যবধানেই জিতেছে মাশরাফিরা।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে টার্গেট ৩১৮ রানের লক্ষ্য ছূড়ে দেয় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান করেছে বাংলাদেশ।

সর্বশেষ আউট হয়েছেন নাসির হোসেন (৩২)। এর আগে,অধিনায়ক মাশরাফি মর্তুজা, সাব্বির রহমান (৪৩), সাকিব আল হাসান (২০), লিটন কুমার দাস (৩৪), মুশফিকুর রহিম (২৪), সৌম্য সরকার (৪০ রান) ও তামিম ইকবাল (৫) আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন।

এর আগে ব্যাট হাতে ভারতের ইনিংসে অবদান রাখেন শেখর ধাওয়ান ৭৫, মহেন্দ্র সিং ধোনি ৬৯, আম্বাতি রাইডু ৪৪ ও রায়না ৩৮ রান করেন। স্টুয়ার্ড বিনি ১৭ ও অক্ষর প্যাটেল ১০ রানে অপরাজিত থাকেন।
ব্যাটিংয়ে নেমে ভালো করার চেষ্টা করেও বাধার মুখে ভারত। প্রথমে ম্স্তুাফিজের বলে রোহিত আউট হবার পর দ্বিতীয় আঘাতটা হানলেন সাকিব। এর পর শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু ও ধোনিকে সাজঘরে পাঠান অধিনায়ক মাশরাফি। এর আবার আঘাত হানেন মুস্তাফিজ। এবার তার শিকার হয়ে সাজঘরে ফেরেন সুরেশ রায়না।
ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে মুস্তাফিজের বলে লিটন দাসের গ্লাভস-বন্দি হন রোহিত শর্মা (২৯)।  দলীয় ১১৪ রানে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে যান কোহলি (২৫)।  ২৭ তম ওভারের পঞ্চম বলে মিডউইকেটের উপর দিয়ে মারতে গিয়ে নাসিরের তালুবন্দি হন শেখর ধাওয়ান (৭৫)।  নাসির একইভাবে প্রথম ওয়ানডেতে আজিঙ্কা রাহানের ক্যাচ লুফে নিয়েছিলেন।
দলীয় ২৫১ রানে মাশরাফির বলে উইকেটের পেছনে লিটন দাশের হাতে ধরা পরেন আম্বাতি রাইডু (৪৪)।  ২৬৮ রানের মাথায় মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা পড়েন ধোনি (৬৯)। এটা ছিল মাশরাফির তৃতীয় শিকার।

৪৯ তম ওভারের চতুর্থ বলে মুস্তাফিজ সরাসরি বোল্ড করেন রায়নাকে (৩৮)। এটা ছিল মুস্তাফিজের দ্বিতীয় শিকার। এই উইকেট দুটি নেয়ার মধ্য দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাতক্ষীরা এক্সপ্রেস খ্যাত মুস্তাফিজ।
বুধবার বিকালে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত এবং শেখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে ৩৯ রান সংগ্রহ করে তারা। এরপর মুস্তাফিজের একটি অফ কাটার খেলতে গিয়ে ব্যক্তিগত ২৯ রানে উইকেট রক্ষক লিটনের হাতে ধরা পড়েন রোহিত।
এদিকে আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইঞ্জুরির কারণে খেলবেন না তাসকিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরাফাত সানি। ভারতের দলে দুটি পরিবর্তন এসেছে। খেলবেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও আরাফাত সানি।
ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক),স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।

সর্বশেষ সংবাদ