শুভ জন্মদিন কবি শিবলী মোকতাদির ॥ হাদিউল হৃদয়

ক্ষেত গড়ি কবিতার ধ্বংসস্তুপে
কাগজের মধ্যে বেড়ে উঠছে প্রতীক চিহৃ দিন
লিখেছে শর্তের পরিশেষে, এইভাবে
বহু মিথ্যে, রহস্য আর জমে থাকা ঋণ…
শিবলী মোকতাদির। যাঁর সৃষ্টিশীলতার করাতী আঙুল বেয়ে শব্দের স্ফুলিঙ্গ ঠিকরে পড়তে দেখা যায়। আর তখন আমরা জেনে যাই, একজন অগ্রসমরমান কবির দৃপ্ত কণ্ঠস্বর। নব্বই দশকে সমকালীন কাব্য সৃষ্টির সমতলে যাঁরা স্বাতন্ত্র্যের টঙ্কার তুলেছিলেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম।

নব্বই দশকের অন্যতম কবি, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা গণ-সংযোগ সম্পাদক, বর্তমান উপদেষ্টা কবি শিবলী মোকতাদিরের আজ ৪৮ তম জন্মদিন।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ যথাক্রমে- ধানের রচনা দিলে পত্রে (কাব্যগ্রন্থ), ছন্দের নান্দনিক পাঠ (প্রবন্ধগ্রন্থ), নিষিদ্ধ পুষ্টির কোলাহল (কাব্যগ্রন্থ ), সোনার কার্তুজ (কাব্যগ্রন্থ), রৌদ্রবঞ্চিত লোক (মুক্তগদ্য), ব্যবহারিক বিস্ময় (কাব্যগ্রন্থ), দুর্ভিক্ষের রাতে (কাব্যগ্রন্থ)।

কবিতায় বিশেষ অবদানের জন্য বগুড়া লেখক চক্র কর্তৃক তিনি ২০১২ সালে সম্মাননা প্রাপ্ত হন। কবিকে জন্মদিনের শুভেচ্ছা; শুভ জন্মদিন কবি শিবলী মোকতাদির।

সর্বশেষ সংবাদ