তাড়াশে পিটিয়ে হত্যা, গুরুদাসপুর থানায় মামলা

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুরিয়া গ্রামের মৃত নবীর উদ্দীনের  ছেলে আবদুস সামাদের(৫৫) পুকুরে  পাশের গুরুদাসপুর উপজেলার  বিলব্যাসপুর গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে  নিখিল চন্দ্রের (৩৭) হাঁস নামায় গত ০৩ /০৬/১৭ইং তারিখ দুপুরে  দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে৷ ঝগড়ার  এক পর্যায়ে  নিখিলের শাবলের আঘাতে সামাদ গুরুতর আহত হয়। আহত আব্দুস সামাদ  (৫৮) কে  গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার আরোও অবনতি ঘটলে সন্ধায়  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ গত১১/০৬/১৭ ইং  রবিবার  সন্ধায় আহত সামাদ মারা যায়। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম  করে বাড়ীতে আনার পর  গতকাল মঙ্গলবার নিহতের জানাজা সম্পন্ন করে নিহতে ছোট ভাই মোঃ শাহজাহান আলী বাদী হয়ে নিখিল চন্দ্র মন্ডলকে ০১ নং বিবাদী করে মোট ০৮ জনের নাম উল্লেখ সহ ফৌজদারী   মামলা করেন ৷ মামলা নং – গুরুদাসপুর থানা ০৫  ৷ নিহতের ভাই বাদী মোঃ শাহজাহান আলী জানান, বেশির ভাগ বিবাদীর  বাড়ী গুরুদাসপুর উপজেলায় হওয়ায় গুরুদাসপুর থানায় মামলা করা হয়েছে ৷
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাস জানান, এ ব্যাপারে থানায়  হত্যা মামলা হয়েছে, আমরা আসামীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করছি৷

সর্বশেষ সংবাদ