কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোয় ধরা খেলেন যুবক

কিশোরীর নাম-ছবি ব্যবহার করে ভুয়া ইমো আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে করা মামলায় মো. সজীব সিকদার নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে তাকে আটক করে র‌্যাব-৮।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক সজীবকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আত্মীয়তার সুবাদে কিশোরীর ব্যবহৃত মুঠোফোনের সিম দিয়ে কৌশলে কিশোরীর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ইমো আইডি খোলা হয়। পরে ওই আইডি থেকে কিশোরীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেয়া হয়। বিভিন্ন অপরিচিত লোক কিশোরীর মুঠোফোনে কল দিয়ে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। এই অবস্থায় কিশোরীর পরিবার আইনগত সহায়তার জন্য কলাপাড়া থানায় ২৬ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে।

কিশোরীর পরিবার প্রতিকার চেয়ে র‌্যাব-৮–এর কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত এসপি মো. রইছ উদ্দিনের নেতৃত্বে গতকাল রাতে সজীবকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়। তাতে কিশোরীর নামে ভুয়া ইমো আইডি খুলে প্রচার করা আপত্তিকর ছবি-ভিডিও পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ