মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় স্বাস্থ্যক্যাম্প ও ব্লাড গ্রুপিংয়ের কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের আয়োজনে বছরব্যাপী স্বাস্থ্যক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচী হাতে নিয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে বছরব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে এর প্রধান শিক্ষক মোঃ জামিউল হক। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বোদা উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম।

কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাসকিন তাবাসসুম বৃষ্টি বিনামূল্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং ফিজিওথেরাপিস্ট রাজিব হাসান রিয়াদ ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যসেবা এবং দশ টাকা শুভেচ্ছা মূল্যের বিনিময়ে ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করে। পর্যায়ক্রমে পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ