১৪ বছরে পাকিস্তান-আফগানিস্তানে নিহত ১ লাখ ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানে গত ১৪ বছরের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে কমপে ১ লাখ ৪৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৬২ হাজার মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ‘কস্ট অব ওয়্যার প্রোজেক্ট’ শিরোনামে শুক্রবার ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউট। প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ টুইন টাওয়ার হামলার জের ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান এবং পাকিস্তানে যে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছিল তাতে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সংসৃষ্ট ওয়াটসন ইনস্টিটিউসনের ওই গবেষণায় উন্নয়ন, নিরাপত্তা এবং শাসন ব্যবস্থা এই তিনটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।.প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১-২০১৪ সাল পর্যন্ত গত ১৪ বছরে সন্ত্রাস বিরোধী অভিযানে এশিয়ার ওই দেশ দুটিতে কমপে ১ লাখ ৪৯ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে আফগানিস্তানের ২৬ হাজার ২৭০ জন এবং পাকিস্তানের ২১ হাজার ৫শ বে-সামরিক নাগরিক রয়েছেন। বাকি অর্ধ লারে বেশি হচ্ছে পাক ও আফগান পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তালেবান বিদ্রোহী। নিহতদের ওই তালিকায় নিহত মার্কিন সেনা এবং ঠিকাদারদের সংখ্যাও সন্নিবেশিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ