ঈদ আনন্দ নেই চলনবিলের ছিন্নমূল পথ শিশুদের

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের পথশিশুর সংখ্যা প্রায় ৮ লাখ । ঈদের দিন যেখানে এদের আনন্দ উল্লাস করে কাটানোর কথা সেদিনও এদের চেয়ে থাকতে হবে উচু শ্রেণীর সাহেবদের দান-দক্ষিনার উপর ।
 তথ্য অনুযায়ী,  আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর ৷ সবাই যেন  ঈদের আনন্দে ব্যস্ত। ঈদকে নিয়ে কতই প্রস্তুতি। যেন প্রতিযোগিতায় নেমেছে কে কত নতুন জামা কিনতে পারে। বড়দের তুলনায় ছোট শিশুদের মাঝেই ঈদের আনন্দ বেশি। নতুন জামা ছাড়া ঈদই যেন চিন্তা করতে পারে না শিশুরা। অন্যদিকে দরিদ্র-অসহায় পথ শিশুদের জুটছে না একটি জামাও। অন্যান্য শিশুদের মত তাদের মনে ঈদের আনন্দই নেই। একটি জামার অভাবে এই কোমলমতি পথশিশুদের মন খারাপ থাকে পবিত্র ঈদের দিনে। একটু চেষ্টা আর আন্তরিকতা নিয়ে এগোলেই পথ শিশুদের মুখে হাঁসি ফুটানো যায় একটি জামার বিনিময়ে। এমনটাই বলছে সচেতন লোকজন। মার্কেট ঘুরে দেখা যায়, মার্কেটগুলো গিজ গিজ করছে ক্রেতাদের ভিড়ে। তাদের যেন চাহিদার শেষ নেই। অনেকে ১-২ টি জামা দিয়ে সন্তুষ্ট নয়। তাদের দরকার আরো ৪-৫ টি নতুন জামা। প্রিয় শিশু সন্তানের জন্য সেন্ডেল, প্যান্ট, শার্ট, ত্রি-পিচ, প্রসাধনী ছাড়াও কত কিছুই না কিনছে। আর অন্যদিকে সেই বয়সের পথ শিশুরা ছেঁড়া কাপড় অথবা খালি গায়ে কাঁধে বস্তা ঝুলিয়ে দিন-রাত হেটে যাচ্ছে কাগজ এবং প্লাষ্টিক কুড়াচ্ছে। মার্কেটের এই ব্যস্ততা, নতুন কাপড় যেন তাদের কাছে স্বপ্নের ব্যাপার।
তাড়াশ বাজার এলাকার ৭ বছর বয়সের পথ শিশু জামাল জানায়, তার দাদী ও ছোট বোন বৃষ্টিকে নিয়ে সে ওয়াপদা বাঁধ পাড়ায় ২৫০ টাকা দামের ভাড়া বাসায় থাকে। দাদী ভিক্ষা করে আর তারা ভাই-বোন প্লাষ্টিক কুড়ায়। এই দিয়েই তাদের জীবন চলে। কিন্তু ২ বছর আগেও তাদের খুব আনন্দের মধ্য দিয়ে ঈদ কেটেছে। তাদের বাবা আরব আলী  ভাই -বোনকে নতুন জামা কিনে দিত প্রতি বছর ঈদে। দেড় বছর আগে তার বাবা ঢাকায় রিক্সা চালাতে গিয়ে আর ফিরে  আসেনি। এদিকে তাদের  মা আরেকটি বিয়ে করে অনত্রে চলে গেছেন। এই অবস্থায় ঈদের কাপড় দূরের কথা ঠিকমত গায়ে দেওয়ার কাপড়ই নেই। জামাল বিত্তবানদের কাছে একটি জামা চায়। তার জন্য নয় ছোট বোন তমার জন্য ৷ এমন আরো দৃশ্য মিলবে চলনবিল অধ্যূষিত উপজেলা গুলোতে৷
অন্তত ঈদের দিনে ওদের মুখে হাসি ফুটুক এটা আমরা মনে হয় সবাই  চাই৷ আর ওরা যদি খুশী হয়, তবেই তো আমাদের সকলের  ঈদের আনন্দের সার্থকতা ৷

সর্বশেষ সংবাদ