কোয়ারেন্টাইনে না থাকায় বিদেশফেরত যুবককে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিদেশফেরত যুবক কোয়ারেন্টাইনে না থাকায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে ওমানফেরত যুবককে অর্থদণ্ড প্রদান করেন ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদি ইউপির রুপসদি গ্রামের বাসিন্দা।

বাঞ্ছারামপুর ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, ওমান প্রবাসী ওই যুবক গত ৮ মার্চ তার গ্রামের বাড়ি ফিরেন। ওই যুবককে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল।

ওই যুবক উপজেলার রুপসদি এলাকায় হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন বলে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়। এর সত্যতা পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

করোনাভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই জনগণকে সচেতনাতামূলক পরামর্শ দিয়ে আসছি বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ