বগুড়ায় বিদেশী পিস্তল গুলি ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

বগুড়া ডিবি (গোয়েন্দা) পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি এবং ফেন্সিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মালা দায়েরর পর আদালতে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে শহরের পুরান বগুড়ায় ডিবি পুলিশ ক্রেতা সেজে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ মোঃ আতাউর রহমানকে (৫৫) গ্রেফতার করে। আতাউর পিস্তল বিক্রি করতে আসলে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নওয়াব আলী শেখের ছেলে।

বগুড়া ডিবি ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে অস্ত্রটি বিক্রি করার জন্য আসলে ডিবি পুলিশ তাকে কৌশল করে গ্রেফতার করে।

এদিকে ১৮ মার্চ সন্ধ্যায়া পৃথক অভিযান চালিয়ে জেলা সদেরর বারপুর মোড় থেকে একটি সাদা রংয়ের পুরাতন প্রাইভেটকারের ভেতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় দিনাজপুরের হাকিমপুুরের নওপাড়া গ্রামের মতিয়ার রহমান (৩৩) ও রয়েল ইসলামকে (২৪)। তারা একই এলাকার বাসিন্দা। বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ