গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে দরিদ্র, দুস্ত, দিন মজুরদের মাঝে খাবার বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদাতা: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাড়ী, বাড়ী গিয়ে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, গোদাগাড়ী, পিআইও আবু বাশির , দেওপাড়া ইউপি চেয়ারম্যান মানুষের জননন্দিত জননেতা, মোঃ আখতারুজ্জামান আকতার, করোনা ভাইরাসের সতর্কীকরণ বিষয়ক কর্মসূ্চি চলমান, সকলের প্রতি অনুরোধ আপনারা সকলে “ঘরে থাকুন-খাবার আমরা পৌছে দেব”
গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নে জি, আর চাউল পাওনাদার দের মধ্যে চায়ের দোকান, ভিক্ষু, নিঃস/ দরিদ্র, দুস্ত, রিস্কাচালক, দিনমজুর কে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
ইউ পি, সচিব, সদস্য গণ, গ্রাম পুলিশ, আনসার ভিডিপির উপস্থিত ছিলো। তারা খাবার পেয়ে দারুন খুশি, প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।চেয়ারম্যান আক্তারউজ্জামান বলেন, আজকে উপজেলা নির্বাহী অফিসারকে উদ্বোধন করা হয়েছে, আগামীকাল ৪৬২ জনকে ইউনিয়ন পরিষদ, রাজাবাড়ী, কদমশহর তিনটি পয়েন্টে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ