করোনা প্রভাবে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা দিলেন গাইবান্ধা পুলিশ সুপার

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ “আতংক-গুজব-ভয় নয় জনসচেতনতায় প্রতিরোধের সর্বোত্তম উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ ছাড়াও ঘরে থাকা কর্মহীন পরিবার গুলোর পাশে খাদ্য সহায়তা নিয়ে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
জেলা পুলিশের উদ্যোগে ৩০ মার্চ (সোমবার) করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে বেদে সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গাইবান্ধা সদরে ভাসমান কর্মহীন ক্ষুদ্র জনগোষ্ঠীর বেদে সম্প্রদায়ের ১১টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ছাড়াও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ