দেশের করোনা পরিস্থিতি সরকারের যথাযথ পদক্ষেপ থাকলেও সচেতন নয় জনগন

রায়হান কবির রবিন, ক্রাইম রিপোর্টার, উত্তরবঙ্গ নিউজ, জেলা প্রতিরিধি, বগুড়া: বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপ থাকলেও তা পুরোপুরি মানছে না এ দেশের জনগন। করোনা ভাইরাস কোভিড-১৯, যত দিন যাচ্ছে এ মরনঘাতী ভাইরাস ক্রমাগত আরো ভয়ংকর রুপ ধারন করছে। দেশের সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহন করলেও তা মানছে না জনগন, নিজ নিজ বাড়ীতে অবস্থান করার নির্দেশ থাকলেও কারনে ও অকারনে অধিক মানুষ ঘর ছেড়ে বাহিরে বের হচ্ছে। রাস্তাঘাট, হাট বাজারে অধিক মানুষের সমাগম দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ন ততপরতা থাকলেও মানুষ তা উপেক্ষা করছে। বিশ্ব সাস্থ্য সংস্থার জরিপ ও বিশেষজ্ঞ দের গবেষণায় জানা গেছে ইউরোপ, আমেরিকার চেয়েও বেশী ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া এবং এই দক্ষিন এশিয়ায় মারাত্মক ঝুকিতে আছে বাংলাদেশ। প্রথম করোনা রুগি সনাক্তের পর আজ পর্যন্ত ২৩তম দিন চলছে, বর্তমান দেশে এই রুগির সংখ্যা ৬১ জন যেখানে যুক্তরাষ্ট্রে এই ২৩তম দিনে আক্রান্ত রুগির সংখ্যা ছিল মাত্র ২১ জন, ৫৬তম দিনে এসে তা দাড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৪ শত ৫৮ জন এবং মারা গেছে ৭ হাজার ১শত ৫৯ জন। এর একটাই কারন ছিল, যে সে দেশের সরকার সঠিক সময়ে শহর গুলো লগডাউন দিতে ব্যর্থ হয়েছিল, যার কঠিন মাসূল দিতে হচ্ছে সে দেশের সরকার ও মানুষকে। কিন্তু আমাদের দেশের সরকার সে ভূল করেনি, সঠিক সময়েই এ সরকার লগডাউন ও হোন কোয়ারেন্টাইন এর সিদ্ধান্ত নেয়। যেখানে সরকার আমাদের কথা ভাবছে, কিন্তু আমরা এতটাই নির্বোধ যে নিজের ভালোটাও বুঝিনা। যেখানে সরকার অনেক ক্ষতির সম্ভবনা জেনেও দেশ ও জনগনের সার্থে স্কুল, কলেজ,অফিস,আদালত,ব্যাংক সহ সকল সরকারী, আধা-সরকারী, বে-সরকারী সহ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছেন এবং বার বার প্রত্যেককে ঘরে থাকার অনুরোধ করছে, আমাদের ভালোর জন্য কিন্তু আমরা তা মানতে নারাজ। তাই আসুন করোনা প্রতিরোধে সচেতন হই ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে বের না হয়ে বাড়ীতে অবস্থান করি। নিজে সুরক্ষায় থাকুন, দেশের মানুষদের সুরক্ষায় রাখুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৯ হাজার ৮ শত ৫২ জন, মৃত্যুর সংখ্যা ৫৮ হাজার ৯ শত ৫৫ এবং সুস্থ হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ১৪ জন।

সর্বশেষ সংবাদ