ব্যক্তিগত অর্থায়নে উপজেলা চেয়ারম্যান,জাহাঙ্গীর আলম ৩শ বাড়ীতে খাবার পৌঁছে দিলেন

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান, জিসান এন্টারপ্রাইজের মালিক ৩০০ জনের বাড়ী গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। তিনি আজ শনিবার গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় গরীব, দুঃখী মানুষ যাদের বাড়ী খাবার ছিল না এমন একশত জনের বাড়ীতে খবার নিয়ে ছুটে গেছেন। এসব খাবারের প্যাকেটে ছিল ৫ কেছি চাউল, ২ কেজি গমের আটা, ২ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল, ১লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান। যারা এধরনের খাবার পেয়েছেন তারা দারুন খুশি, সারাংপুর এলাকার ৮০ বছর বয়সী নকিমুদ্দিন এ প্রতিবেদককে বলেন সরকারের পাশাপাশি তিনি নিজের অর্থ খরচ করে উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আম আমাদের খাবার নিজ হাতে দিয়ে যাচ্ছেন আমাদের খুব ভাল লাগছে। এর আগে কোন চেয়ারম্যান এভাবে খাবার দিয়ে যান নি। এলাকায় এমন মানুষ আছেন যারা মুখে বলতে পারেনা যে তার ঘরে খাবার নেই তাদেরকেও খাবার পৌঁছে দিয়েছেন।
আল্লাহর নিকট প্রার্থনা করি যেন তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন মানুষের সেবা করতে পারেন।
এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাজাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, উনার নির্দেশে, রাজশাহী ১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুীর পরামার্শে ৮০০০ পরিবারকে ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। তাই আমি ব্যক্তগত অর্থ দিয়ে গরীব দুস্থ মানুষের কথা বিবেচনা করে এ খাবারের ব্যবস্থা করেছি। আমার মত ক্ষুদ্র ব্যবসায়ী গরীব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি তবে এলাকায় অনেক বড় বড় ব্যবসায়ী তারা যদি এগিয়ে আসেন গরীব মানুষ আরও উপকৃত হবেন, তাই তাদেরকে আহ্বান জানাই সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে। আপনারা দোয়া করবেন যেন আমি মানুষের সেবা করতে পারি। মানুষের ভাল কাজের সাথে থাকতে পারি।

সর্বশেষ সংবাদ