তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধিঃভাঙনের কবলে ফসলি জমি

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। কাপাসিয়া, হরিপুর, বেলকা ও শ্রীপুর ইউনিয়নের ভাঙন পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। এসব এলাকায় আবাদি জমি নদীগর্ভে বিলীন হলেও অসংখ্য ঘরবাড়ি এখন হুমকির মুখে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই ৪টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার শত শত ঘরবাড়ি তিস্তার ভাঙনের মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ওই ৪টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী এলাকায় গত দু’দিন থেকে ভাঙন শুরু হয়েছে। কোন ঘরবাড়ি এখনও নদীগর্ভে বিলীন না হলেও প্রায় ২শ’ একর ফসলী জমি নদীগর্ভে তলিয়ে গেছে। শ্রীপুর ইউনিয়নের বাবু বাজারে ভাঙ্গনে মুখে পড়েছে ১০০ পরিবার। ভাঙন আতংকে ওই পরিবারগুলো ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, পরিবারগুলোকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে সরিয়ে নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও ভাঙন ঠেকানোর ব্যাপারে তারা কোন উদ্যোগ নেয়নি। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান, ভাঙ্গন কবিলত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ