করোনা :মোরেলগঞ্জে ৩ মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফের ঘোষনা

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:করোনা ভাইরাসের ভয়াবহতার কারনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গ্রাহকদের ৩ মাসের বিদ্যুৎ বিলের সারচার্জ বা বিলম্ব মাসুল মওকুফ ঘোষনা করা হয়েছে। এ সুযোগ শুধুমাত্র আবাসিক গ্রাহকদের জন্য প্রযোজ্য।
পল্লী বিদ্যুৎ সমিতি মোরেলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জোনারেল ম্যানেজার দিলীপ কুমার বাইন জানান,বর্তমান নোভেল করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে অধিকাংশ বিদ্যুৎ গ্রাহক প্রয়োজন ছাড়া বাসা বাড়ী থেকে বের হতে পারছে না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিল -২০২০ সালের বিদ্যুৎ বিল সারচার্জ বা বিলম্ব মাসুল ব্যতিরেকে পরিশোধ করতে পারবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
তবে এ ক্ষেত্রে বানিজ্যিক ,দাতব্য প্রতিষ্ঠান ,শিল্প ও অন্যান্য গ্রাহকগণ বিলম্ব মাসুল মওকুফের আওতায় থাকবে না। এসব প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

সর্বশেষ সংবাদ