বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের ৫২ জনকে অর্থদন্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫২ জনকে ৬৭ হাজার ৮৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ উপজেলার আহম্মেদপুর, বনপাড়া, ধানাইদহ, রাজাপুর ও জোনাইল বাজারে অভিযান চালিয়ে গত ৫ দিনে ওই অর্থদন্ড প্রদান করেন।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে জনসমাগম সীমিত, জনসচেতনতা সৃষ্টি এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ১৮৬০ সালের ২৬৯ ধারায় অভিযুক্তদের অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা অধিকাংশই বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করছিলেন। এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ সংবাদ