তানোরে উদ্বোধনের দুই মাস পর কোটি টাকার ভবনে ফাটল

সারোয়ার হোসেন,তানোর : রাজশাহীর তানোরে প্রায় কোটি টাকার ভবন উদ্বোধনের দুই মাসের মধ্যেই দেখা দিয়েছে ফাটল। উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। তিনি গত এপ্রিল মাসে নবনির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের দুই মাস পার না হতেই ভবনে দেখা দিয়েছে ফাটল। ফলে প্রায় কোটি টাকা মূল্যের ভবনে ফাটল দেখা দেয়ায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৮৫ লাখ ৪৯ হাজার ৫০ টাকা ব্যয়ে তালন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। নির্মাণের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠে। যার ফলে ভবন উদ্বোধনের দুই মাসের মাথায় দেখা দেয় ফাটল। ইউপিবাসী জানায়, ভবনটি নির্মাণ করেন উপজেলার মোহর গ্রামের ঠিকাদার হাবিবুর রহমান। প্রথম থেকেই নির্মাণে নানা অনিয়ম উঠে আসে। অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেও হয়নি কোন কাজ। নি¤œমানের সামগ্রী দিয়ে নির্মাণের ফলেই এমন ফাটল দেখা দিয়েছে বলে ধারণা করছেন ইউপিবাসী। একাধিক ইউপি সদস্য জানাই ভবন নির্মাণের সময় চেয়ারম্যান হিসেবে ছিলেন বিএনপি নেতা আখেরুজ্জামান হান্নান। ভবন নির্মাণের সময় ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের ডোনেসন নেন। এজন্যে নির্মাণের সময় চেয়ারম্যান অনিয়ম দেখেও নিরব ভূমিকায় ছিলেন। ইউপি সচিব রাশেল জানান, ঠিকাদার ভবন নির্মাণ করেছেন নিয়ম অনুযায়ী। ফাটল দেখা দিয়েছে সত্য কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুই করণীয় নেই। বর্তমান ইউপি সদস্যরা জানান, দরপত্রে যে ঠিকাদার কাজ পায় তার কাছ থেকে ঠিকাদার হাবিবুর রহমান অধিক লাভ দিয়ে কিনে নিয়ে ভবনটি নির্মাণ করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, নির্মাণের সময় আমার দায়িত্ব ছিল না। আমি নিজেও হতবম্ভ যে উদ্বোধনের দুই মাসের মাথায় কিভাবে একটা ভবনে ফাটল দেখা দেয়। অবশ্যই নিয়ম মেনে করা হয়নি কাজ। এজন্যে দ্রুতই দেখা দিচ্ছে ফাটল। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপারেশন থিয়েটারে আছি। পরবর্তীতে কথা বলা হবে।

সর্বশেষ সংবাদ