নন্দীগ্রামে মালিকানা সম্পত্তি জবরদখলের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে মালিকানা সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার মৌজার ৭০২ নম্বর খতিয়ানভূক্ত ৩ একর ১ শতক পরিমাণের সম্পত্তির মালিক ধুন্দার গ্রামের গোলক চন্দ্র সরকারের ছেলে ভবেশ চন্দ্র সরকার ও কেশব চন্দ্র সরকার। উক্ত সম্পত্তি ১৯২০ সালের সিএস খতিয়ান তাদের দাদা গোপাল চন্দ্র সরকারের নামে রেকর্ড ছিল। ১৯৬২ সালে এমআরআর ১৮২ তাদের পিতা দিং এর নামে রেকর্ড হয়। বর্তমানে উক্ত সম্পত্তির বৈধ মালিক হিসেবে ভবেশ চন্দ্র সরকার ও কেশব চন্দ্র সরকার খাজনা পরিশোধ করে আসছে। তারা জানিয়েছে, ১৫১ শতক সম্পত্তি স্থানীয় ১৭ জন অবৈধভাবে জবরদখল করে রেখেছে। অবৈধ দখলকারীরা মালিকানা সম্পত্তি সরকারী সম্পত্তি হিসেবে দাবি করে মিথ্যাচার করছে। উক্ত সম্পত্তি কোনদিন সরকারী খাস ছিল না। যা পৈত্রিক সম্পত্তি হিসেবে গণ্যকরা হয়। এখানে ভূমিদস্যুতার কোন ঘটনা নেই। ভবেশ চন্দ্র সরকার বলেছে, আমাদের ১৫১ শতক সম্পত্তি বেদখল রয়েছে। তা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সম্পত্তির যাবতীয় কাগজপত্র আমাদের নামেই রয়েছে। আমি তাদেরকে সুলভমুল্যে কোবলা দলিল করেও দিতে চেয়েছি। তা না নিয়ে সরকারী সম্পত্তি দাবি করে জবরদখল করে রাখার পাঁয়তারা করছে।

সর্বশেষ সংবাদ