কুষ্টিয়া থেকে চোরাইকৃত প্রাইভেটকার চট্টগ্রামে উদ্ধার

সংবাদ দাতা, মিরপুর, কুষ্টিয়া : কুষ্টিয়া থেকে চোরাইকৃত প্রাইভেট কার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়।
কুষ্টিয়া গোয়োন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক এস এম জাহিদ বিন আলম জানান, এবছরের ৫ এপ্রিল তারিখে খোকসা বাজারের সামি ট্রেডার্সের মালিক শফিকুজ্জামান আরিফের ব্যবহৃত টয়োটা এলিয়ন প্রাইভেটকার কয়েকজন ব্যক্তি ফরিদপুর কোর্টে যাওয়ার উদ্দেশ্যে তার ভাড়া করে। পরে চালককে অজ্ঞান করে নির্জন স্থানে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে যায়। এরপর গাড়ীর মালিক খোকসা থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে গাড়িটি চট্টগ্রামে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ, খোকসা থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের সহযোগীতায় শুক্রবার রাতে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি এলাকার গাড়ি চোর চক্রের কয়েকজন সদস্যকে ধাওয়া করলে তারা গাড়িটি রেখে পালিয়ে গেলে গাড়িটি পুলিশ হেফাজতে কুষ্টিয়া নিয়ে আসে। উলেখ্য, গত বছরেও একই কায়দায় কুষ্টিয়া থেকে আরেকটি নোহা গাড়ি এই চোরচক্ররা চুরি করে। যা কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ