ক্রিয়েটিভ লেবারস এর আয়োজন ইউনিক পাবলিক স্কুলে বই নিয়ে হইচই

বগুড়া সংবাদাতা : স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা যেন সহজেই সৃজন ও মননশীল বই দেখতে, পড়তে ও সংগ্রহ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিয়েটিভ লেবারস সম্পন্ন করছে একটি বিশেষ আয়োজন। যার শিরোনাম ‘বই নিয়ে হইচই’। গতকাল (২৯.০৬.২০১৫) সোমবার বিকেল তিনটায় বগুড়ার জলেশ্বরীতলায় ইউনিক পাবলিক স্কুল ক্যাস্পাসে আয়োজনটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান তনছের আলী প্রাং। এসময় অন্যান্য সহকারী শিক্ষকদের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী আমির খসরু সেলিম, ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম তারা, সহ-ব্যবস্থাপক রাফিউল ইসলাম, রাহাতুল ইসলাম। উদ্বোধনের সময় জনাব তনছের আলী বলেন, আমাদের প্রতিষ্ঠান মেধাবী ও দরিদ্র শিার্থীদের প্রতি যথেষ্ঠ দায়িত্বশীল। সেভাবেই শিশুদের মেধা বিকাশে নিত্য-নতুন বইয়ের সাথে পরিচয় করে দিয়ে ক্রিয়েটিভ লেবারস একটি অনন্য দায়িত্ব পালন করেছ। আয়োজনটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ সংবাদ