সিদ্ধিরগঞ্জে রাস্তা মেরামতের নামে চাঁদা আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা : সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা মেরামতের নামে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ওই রাস্তার পাশে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রের পানি নির্গত হয়ে রাস্তাটি নষ্ট হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে রুবেল নামে চাঁদাবাজ চলাচলরত যানবাহন থেকে চাঁদা আদায় করতে দেখা গেছে। এতে সাধারণ লোকজন ক্ষোভ প্রকাশ করেছে।জানাযায়, নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে পিচ উঠে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়নি। রমযান মাসেও মেরামত না হওয়ায় চলাচলে কষ্ট ভোগ করতে হচ্ছে যাত্রী সাধারণের। গত কয়েক মাস পূর্বে ভেঙে গেলেও রাস্তাটি মেরামত না করায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। গত কয়েকদিনের বৃষ্টির কারণে রাস্তাটি আরও বেশি নাজুক অবস্থায় দাড়িয়েছে। যানবাহনগুলি ওই স্থান দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। গতকাল সোমবার সকাল থেকে রাজ্জাক মিয়ার ছেলে রুবেল (২৫) কে প্রতিটি যানবাহন থেকে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতে দেখা গেছে। যানবাহনের চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। যানবাহনের একাধিক চালক জানায়, রাস্তা মেরামত করার জন্য চাঁদা আদায়ের কোনো নিয়ম নেই। যানবাহনের চালক ও যাত্রীরা চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজ রুবেলকে গ্রেপ্তার ও ওই রাস্তা মেরামতের দাবি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ