রজমান উপলক্ষে কালাইয়ে জার্মানি সহায়তা সংস্থা ‘মুসলিমহেলফেনে’র ত্রাণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয় ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার জার্মানি সহায়তা সংস্থা ‘মুসলিম হেলফেনে’র অর্থায়নে এবং ‘এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন’ (এআরএফ) এর বাস্তবায়নে ‘বাংলাদেশ রজমান কর্মসূচি -২০১৫’র ব্যানারে এলাকার ৯’শ ৫০টি দুঃস্থ, হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ২’শ ৩৮ মণ চাল, ২৪ মণ চিনি, ২৪ মণ সেমাই, ২৪ মণ মশুর ডাল, ২৪ মণ লবণ ও ৯৫০ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খয়ের মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের ‘মুসলিম হেলফেন’ এবং ‘এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনে’র মহাসচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন ‘আইআইপিডিএস’র (ইন্টারন্যাশন্যাল ইনস্টিটিউট অব পিস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস) পরিচালক ইব্রাহীম সবুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রবিণ সংগিত শিক্ষক মুনির উদ্দীন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তির্ব । উল্লেখ্য, জার্মানি সহায়তা সংস্থা ‘মুসলিম হেলফেনে’র অর্থায়নে এ বছর রমজানে সারা বাংলাদেশের ২ হাজার দুঃস্থ, হতদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পরিবার প্রতি প্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে- চিনি, সেমাই, মশুর ডাল, লবণ এবং এক লিটার করে তেল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থটির মহাসচিব মো. আব্দুস সবুর ।

সর্বশেষ সংবাদ