র‌্যাবের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেলন লে. কর্নেল আশিক বিল্লাহ

পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে লে. কর্নেল আশিক বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৮ জুলাই) এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে তিনি লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংসহ গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করছিলেন লে. কর্নেল সারওয়ার। এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বর্তমানে র‌্যাব-১১ এর সিও’র দায়িত্বে থাকা লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পাচ্ছেন।

লে. কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র‌্যাবের এই কর্মকর্তা

 

সর্বশেষ সংবাদ