ধুনটের মাদ্রাসা শিক্ষার্থীর চুল কেটে দিলেন সুপার

ধুনট (বগুড়া) সংবাদদাতাঃবগুড়ার ধুনট উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছে মাদ্রাসার সুপার। মাদ্রাসা শিক্ষার্থী জাহিদ হাসান (১২) ধুনট উপজেলার সরুগ্রামের লিপটন মন্ডলের ছেলে। শিক্ষার্থীর বাবা জানান, আমি আমার ছেলেকে লেখাপড়া করানোর জন্য গাবতলী উপজেলার নশিপুর (বালুপাড়া) আল মারকাযুল ইসলামী ইয়াতিমখানায় ভর্তি করে দেই। আমার ছেলে ৯ পাড়া কোরআনের হাফেজ। সে মাদ্রাসার বডিং এ থেকে ৩ বছর যাবৎ লেখা পড়া করে আসছিলো। ঘটনার ৭ দিন আগে আমার ছেলে বাড়িতে আসলে আমি নিজে তার মাথার চুল কেটে ছোট করে দেই। তার পর সে মাদ্রাসায় গেলে ঘটনার দিন বড় চুলের অযুহাতে অত্র মাদ্রাসার সুপার আমার ছেলের মাথায় ধারালো কাঁচি দিয়ে বিশ্রীভাবে চুল কেটে দেয়।এতে আমার ছেলে কান্নাকাটি করে মোবাইলে আমাকে যেতে বললে আমি পরের দিন তাকে আনতে যাই। সেখানে যাবার পর আমি যখন মাদ্রাসা শিক্ষককে বোঝাতে চাচ্ছি এই কাজটি আপনি ঠিক করেননি। তখন মাদ্রাসার সুপার আমাকেও অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এহেন অবস্থায় আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসি। এ সম্পর্কে মাদ্রাসার সুপার আব্দুর রউফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ