বর্তমান সরকার জনগনের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌছে দিতে পদক্ষেপ গ্রহণ করেছেন -হুইপ ওমর

উত্তরবঙ্গ নিউজ ডটকম: বিরোধিদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর বলেছেন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনগনের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের প্রচেস্টা সফল করতে সকলকে কাজ করতে হবে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে হবে। যাতে করে রোগীরা সঠিকভাবে তাদের চিকিৎসা সেবা পায়। অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসতে হবে। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। হাসপাতালে আরো অধিক সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঠিকভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহবান জানান। তিনি রবিবার বেলা ১১ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বিধান চন্দ্র মজুমদার, আরএমও ডা: মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মাহমুদ আদনান, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক ইফফাত তাসলীমা মুনিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক (সিসি) ডা: জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিট কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কমিটির সদস্য এবিএম জহুরুল হক বুলবুল, ইউসুফ আলী, মাহমুদুল হাসান লিমন, শরিফুল ইসলাম, দিলরুবা আমিনা আক্তার সুইট, এনামূল হক, শহিদুল ইসলাম সুইট প্রমুখ। সভাশেষে বিরোধিদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।

সর্বশেষ সংবাদ