বগুড়া নন্দীগ্রামে রোপা আমন ধানের চাষাবাদ শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে রোপা আমন ধানের চাষাবাদ শুরু হয়েছে। উত্তরাঞ্চল তথা বগুড়া জেলার শস্যভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলার আবাদী জমিতে বছরে ৩ বার ধানের চাষাবাদের পাশাপাশি রবিশস্যর চাষাবাদ করা হয়। চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা ধানের চারা রোপন কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছে। এবারের রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৪ হাজার মেট্রিকটণ। বিগত বছরেও নন্দীগ্রাম উপজেলায় রোপা আমন, ইরি-বোরো ও আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এবারো আমন ধানের বাম্পার ফলনের লক্ষ্যনিয়ে কৃষকরা মাঠের ফসলী জমিতে চাষাবাদ শুরু করেছে। রোপা আমন মৌসুমের শুরুতেই তুলনামূলকভাবে অনেকটা বৃষ্টিপাত হচ্ছে। এতে বাড়তি সেচ দিতে হচ্ছেনা। তাই কৃষকরা অনেকটা খুশিতেই রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছে। গোটা নন্দীগ্রাম উপজেলায় কৃষকরা ধানের চারা রোপন কাজে ব্যস্ত সময় অতিক্রম করছে। উপজেলা কৃষি অফিসার মশিদুল হক’র সাথে কথা বললে তিনি বলেন, আমরা ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যনিয়ে মাঠ পর্যায়ে ইতোমধ্যেই সব ধরণের কার্যক্রম শুরু করেছি। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করা হয়েছে। চাষাবাদে কৃষকদের কোন সমস্যা নেই। আশাকরি এবারো আমন ধানের বাম্পার ফলন হবে।

সর্বশেষ সংবাদ