রংপুর-বগুড়া মহাসড়কের চন্ডিহারায় কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

উত্তরবঙ্গ নিউজ ডটকম,স্টাফ রিপোর্টারঃ রবিবার বিকাল ৫ টায় বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া শিবগঞ্জের চন্ডিহারা নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখী সংর্ঘষে ১জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী বসুন্ধারা এন্টারপ্রাইজ (বগুড়া জ-১১-০০০১ উল্লেখিত স্থানে পৌছিলে রংপুর থেকে বগুড়া গামী মালবাহী ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট- ১৮-৩৩০৬ এর সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে কোচ যাত্রী জয়পুরহাটের নিশ্চিন্তাপুর বাকিলা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র নেছার উদ্দিন(৪০) ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও চালক সহ কমপক্ষে ১৫ জন কোচ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতরা হলো শিবগঞ্জের কিচকের মজনু, জয়পুরহাটের নজরুল, আলাদীপুরের আংগুরা, সোনাতলার ফাতেমা বেগম সাথী, জয়পুরহাটের রুনু, বালুয়া হাটের আসাদ বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসী আহতদের বগুড়া শজিমেকে ও টিএমএসএস রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়,মৃত্যূর সংখ্যা আরো বাড়তে পারে। এ সময় রাস্তায় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ, মোকামতলা ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে এবং বাস ও ট্রাক আটক করেন।

সর্বশেষ সংবাদ