ইয়াতিম শিশুর পাশে দাড়ালো সাইফুল

গত বছরের শেষের দিকে গাজীপুর মহানগর যুবলীগের ১ নং যুগ্ন আহবায়ক সাইফুল  গাজীপুরের যুবলীগের নের্তবৃন্দদের উজ্জীবিত করা ও দলকে চাংগা করার লক্ষে একটি বনভোজন আয়োজন করার সিদ্ধান্ত নেন ।  বনভোজন আয়োজনের লক্ষে সাইফুল দলের সিনিয়র ও তৃনমুল  নেতাদের সাথে আলোচনা করে বনভোজনের  সময় স্থান নির্বাচন সহ বনভোজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেন ।  ঠিক এই সময় সাইফুল গাজীপুরের  ৩৬ নং ওয়ার্ডের একজন যুবলীগ কর্মীর মাধ্যমে জানতে পারেন বাবা মা হীন দুটি ইয়াতিম শিশুর কষ্টের কথা । মাথা গোজার ঠাইহীন  এই বাচ্চা দুটি  অন্নের বাসার বারান্দায় সাপ,বিচ্ছার ভয়, ঝড়বৃষ্টি  শীতের মাঝে সীমাহীন কষ্ট নিয়ে রাত্রিযাপন কর ছিলো। এত বড় পৃথীবিতে এই ইয়াতিম দুইটি শিশুর জন্যে ছিলনা ছোট্ট একটি মাথা গোজার ঠাই ছিলনা বাবা মা ছিলনা কোন আত্মীয় যে তাদের দাড়াবে পাশে । ঘটনা শোনার পর সাইফুল স্বশরীরে বাচ্চা  দুটিকে দেখার জন্যে  সদেনিই মহানগর যুবলীগরে বভিন্নি নতো র্কমী ও উক্ত ওর্য়াডরে কয়কেজন নেতা কর্মীদের নিয়ে প্রবল বর্ষাকে উপেক্ষা করে সেখানে যান।  শিশু দুটির সীমাহীন কষ্ট স্বচক্ষে প্রত্যক্ষ করেন সাইফুল ইসলাম । শিশু দুটির কষ্ট দারুন ভাবে নারা দেয় সাইফুল কে। সাইফুল ততক্ষনাত বনভোজন বাতিল করেন আর ঔ শিশু দুইটির জন্যে ঘর নির্মাণ করে দেয়ার উদ্দ্যোগ নেয় । তিনি আরো ঘোষনা করেন গাজীপুরের অসহায়  গৃহহীন মানুষদের জন্যে তিনি গাজীপুরের ৫৭ টি ওয়ার্ডে ৫৭টি বাড়ি নির্মান করে দেবেন ।  যেই বলা সেই কাজ মাত্র একমাস সময়ে বাড়িটির নির্মান কাজ সম্পন্ন হয় । শত বাধা পেরিয়ে ২০১৬ সালের ৪ ই নভেম্বর গাজীপুর মহানগর যুবলীগরে বিভিন্ন ইউনটিরে নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরের উপস্থতিতে সাইফুল ইসলাম  ইয়াতীম শিশু দুইটির হাতে বাড়িটি হস্তান্তর করেন । গাজীপুর মহানগরের ৩৬ নং ওয়ার্ডে ইয়াতীম শীশুদের ঘর নির্মান করে দিয়ে যে মহান কাজ সাইফুল শুরু করেছিলো তা থেমে থাকেনি  এরই মাঝে সাইফুল গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে আরো ৩টি বাড়ি নির্মান করে দিয়েছেন যার মধ্যে রয়েছে পংগু মুক্তিযোদ্ধা ও বিধাব মহিলা । সাইফুল তার এই কাজের দারা গাজীপুর মহানগর যুবলীগকে নিয়ে গেছেন এক অনন্য  উচ্চতায় । শুনেছিলাম ইয়াতীমরে দোয়া নাকী  কখনো বৃথা যায় না । হয়ত সেটিই ঘটেছে সাইফুলের ক্ষেত্রে  এই অল্গ সময়ে সাইফুল হয়ে উঠেছে গাজীপুরেরে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব  । স্থানীয়দের কাছে এ ব্যাপার  জানতে চাইলে তারা জানায় গাজীপুরের অনেক ধনবান ব্যাক্তি আছে যারা চাইলে এই অসহায়দের পাশে দাড়াতে পারত কিন্তু তারা এগিয়ে আসেনি  সাইফুল ইসলামের  কে তার এই মহান কাজের জন্যে অনেক দোয়া এবং শুবকামনা  জানায় তারা । আমাদের দেশের  অধিকার বঞ্চিত এই মানুষগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব্ শুধু সাইফুল ইসলামের না এই দায়িত্ব আমাদের সবার। তাহলেই হয়ত একদিন এই বাংলার ঘরে ঘরে জন্মাবে সাইফুল ইসলামের মত কৃতি সন্তান।

সর্বশেষ সংবাদ