বগুড়ায় স্কুলছাত্র মাশুক এর খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্রমিক জোটের মানববন্ধন

উত্তরবঙ্গ নিউজ ডটকমঃ জাসদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. ইমদাদুল হক এমদাদ এর ছোট ছেলে এস.ও.এস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মাশুক ফেরদৌস এর চিহ্নিত খুনি, এজাহারভূক্ত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৭-০৭-২০১৭) সকাল ১১ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ বগুড়া জেলা কমিটির পক্ষথেকে এই মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক এ্যাড. আব্দুল লতিফ পশারী ববি, এ্যাড. হাবিবুর রহমান, কামরুল ইসলাম, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সদর থানা জাসদের সভাপতি হারুনার রশিদ চৌধুরী, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, বগুড়া জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, সংযুক্ত শ্রমিক ফেডারেশন নেতা মুনছুর আলী, ফারুক আহম্মেদ পিটু, হোটেল শ্রমিক নেতা আনছার আলী, আব্দুল লতিফ বাচ্চু, আশরাফুল হক, মঞ্জুর হোসেন চমন, শিপু মন্ডল, সেলুন শ্রমিক নেতা আবুল কালাম লাডলা, জাহাঙ্গীর মিয়া, বেকারী শ্রমিক নেতা হাসান তালুকদার, ছারোয়ার হোসেন, নুর মোহাম্মদ রাঙ্গা, রায়হান প্রমূখ।

মানব বন্ধনে বক্তারা মাশুক হত্যা ২ মাস পেরিয়ে গেলেও এজাহারভূক্ত প্রকৃত আসামীরা গ্রেফতার না হওয়ায়, আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় নিন্দা ও প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, মাশুক ফেরদৌস হত্যার বিষয়ে নাইমের দেওয়া জবানবন্দি ইতিমধ্যে সে নিজেই প্রত্যাক্ষান করে ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দাখিল করেছে। নাইমের এই আবেদন আমলে নিয়ে তাকে পুনরায় জবানবন্দি পেশকরার সুযোগ দিয়ে মুল ঘটনা উন্মোচনের জোর দাবী জানায়।

সর্বশেষ সংবাদ