কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ে সততা সেন্টার স্টোরের উদ্বোধন করা হয়। দুদক বগুড়ার উপ-পরিচালক মোঃ আনোয়ারুল হন এই সততা সেন্টার স্টোরের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরাফাত রহমান, দুদক বগুড়ার সহকারি পরিচালক মোঃ আতিকুল অ।ালম, কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, কাহালু উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন কবিরাজ, প্রধান শিক্ষক এফ এম এ ছালামসহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। জানা গেছে এই সততা স্টোর থেকে শিক্ষার্থী মুল্য অনুয়ায়ী নিজেরা জিনিস কিনে টাকা ক্যাশ বাক্সে ফেলবে। এখান থেকেই যাতে ছাত্র/ছাত্রীরা সততা শিখে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ কমিটি গঠনের কাজ চলছে। ইউনিয়ন ভিত্তিকও একটি করে সততা সংঘ কমিটি গঠন হচ্ছে বলেও দুদকের পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ সংবাদ