সিদ্ধিরগঞ্জে ৯০ কোটি টাকার নকল সেন্ট ও টেলিভিশন জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল সেন্ট ও টেলিভিশন তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কারখানাটিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে মুনস্টার নামক কারখানা থেকে আনুমানিক ৯০ কোটি টাকার নকল সেন্ট ও টেলিভিশন জব্দ করেছে র‍্যাব।

আটক করা হয়েছে এর মালিক বেলায়েত হোসেন ও ৬ কর্মচারীকেও। অভিযান শেষে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দিয়েছে।

সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি দল কারখানাটিতে অভিযান চালায়। অভিযানে অংশ নেয়া দলটি কারখানায় ঢুকে অবাক হয়ে যান। এমন কোনো দামি ব্রান্ডের সুগন্ধী নেই যা এ কারখানায় তৈরী হতো না। সেন্টের বোতল নিজেরা তৈরি করে লেবেল লাগিয়ে মেয়াদ উত্তীর্ণ কেমিকেল ভরে বাজারজাত করতো মালিক বেলায়েত হোসেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ বসু জানান, এ সেন্টগুলো মূলত চকবাজার হয়ে বিভিন্ন দোকান ঘুরে ক্রেতার ঘরে পৌঁছাতো।

একই মালিক বিদেশ থেকে টেলিভিশনের যন্ত্রাংশ কিনে এনে সংযোজন করে সেসবে বিভিন্ন ব্রান্ডের নাম বসিয়ে বিক্রি করতো বলেও জানান ম্যাজিস্ট্রেট পলাশ বসু। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ