মসজিদের পাশে গ্যাসের ২ লাইনে পাওয়া গেছে লিকেজ

নারায়ণয়গঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের ঘটনা অনুসন্ধানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার ২টি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার বিকাল পর্যন্ত এই খোড়াঁখুড়িতে মসজিদের উত্তর পাশে ২টি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সেটির কোনো প্রমাণ মেলেনি। তবে মসজিদের ফ্লোরের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সে অনুসন্ধান আজ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠায় তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস)-এর ৪ কর্মকর্তা ও ৪কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু ঘটেছে। মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন ৯জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

 

সর্বশেষ সংবাদ