বগুড়ায় কয়েকটি সুনাম ধন্য প্রতিষ্ঠানের এইচ এস সি পরীক্ষার-১৭ এর ফলাফল

উত্তরবঙ্গ নিউজ ডটকম.বগুড়া প্রতিনিধিঃ রবিবার দুপুরে সারা বাংলাদেশে এক যোগে এইচ,এস,সি পরীক্ষা -২০১৭ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আর এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের অধীনে বগুড়া সদরের কয়েকটি সুনাম ধন্য প্রতিষ্ঠানের এইচ এস সি পরীক্ষা-১৭ এর ফলাফল বেশ ভাল।বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ১১৫৩ জন যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন,অবশিষ্ট এ, এ- ও বি গ্রেড পেয়ে উর্ত্তীন্ন হয়েছে। পাসের হার শতকরা ৯১.৯২%। মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১০৬০ জন। বিয়াম মডেল স্কুল ও কলেজে মোট পরীক্ষার্থী ২৭৮ জন এর মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ এর সংখ্যা মোট ১৪১ জিপিএ-এ পেয়েছে ১২৯জন এবং এ- পেয়েছে সর্বমোট ৮ জন। পাসের হার শতকার ১০০%। বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজে মোট পরীক্ষার্থী ৪৯ জন যার মধ্যে জিপিএ পেয়েছে ৫ জন, অবশিষ্ঠ পরীক্ষার্থী এ ও এ- পেয়েয়ে কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৮%। হাজি মুহাম্মাদ জয়নাল আবেদিন কমার্স কলেজ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সর্বনি¤œ জিপিএ পেয়েছে ৪.০০ মোট পরীক্ষার্থী সংখ্যা ৪৬ জন। আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। মোট পরীক্ষার্থী ৩২৩ জন এর মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ এর সংখ্যা মোট ১৪৫ ,এ পেয়েছে ১৬৩ জন এ- পেয়েছে ১৪ জন বি পেয়ে-১জন। সরকারী আযিযুল হক কলেজ মোট পরীক্ষার্থী ১৫২৮ জিপিএ ৫ পেয়েছে-৬৮৬,পাসের হার ৯৮.৬৩%।

সর্বশেষ সংবাদ