পত্নীতলায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগঁঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশি ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৭ ইং শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

২৪ জুলাই সোমবার বেলা ১০টায় পতœীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অতিথিদের মেলার স্টল পরিদর্শন, ফলের চারা রোপন ও বিনামূল্যে বিতরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা খাতুন, নজিপুর সকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল হক, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন প্রমুখ।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুল ইসলাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আল মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন চৌধুরী, পত্নীতলা থানা ওসি মাজহার ইসলাম, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও শাহীন চৌধুরী, উপজেলা মহিলা আ’লীগের বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ