সাপাহার সীমান্তে আবারো বিএসএফ’র হাতে এক গরু ব্যাবসায়ী আটক-১,আহত -১

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ মাত্র ২দিনের ব্যাবধানে নওগাঁর সাপাহার সীমান্তে হাপানিয়া শিয়ালমারী গ্রামের এক গরু ব্যাবসায়ী ভারতীয় বিএসএফ’র হাতে মারপিট খেয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও অপর একজনকে তারা আটক করেছে ভারতীয় বিএসএফ। গত রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে পান্নাপুর বি.এস.এফ ক্যাম্পের জোয়ানরা তাকে আটক করে।
জানা গেছে গত রোববার রাতের অন্ধকারে উপজেলার সীমান্ত এলাকা হাপানিয়া শিয়ালমারী গ্রামের বাদল হোসেনের পুত্র শারিফুল (৩৫) ও আব্দুল লতিফের পুত্র আব্দুর রহিম (২৮) গরু ব্যাবসায়ীদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। সোমবার ভোরে তারা গরু নিয়ে হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬০বিএসএফ’র টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় বিএসএফ’র মার পিট খেয়ে শারিফুল ইসলাম আহত হয়ে দেশে পালিয়ে আসতে সক্ষম হলেও আব্দুর রহিম তাদের হাতে ধরা পড়ে। এবিষয়ে ১৪বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কঃ ইঞ্জিনিয়ার খিজির খান এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি জেনেছি এবং বি.এস.এফ’র সাথে যোগাযোগের চেষ্টা করছি।

সর্বশেষ সংবাদ