বেরোবির ক্যাফেটেরিয়া কমিটির ক্যান্টিন পরিদর্শন

মাহফুজুল ইসলাম বকুল, বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালুর নিমিত্তে গঠিত কমিটি অন্য দুইটি প্রতিষ্ঠানের ক্যান্টিন পরিদর্শন করেছে। কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার নেতৃত্বে আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর ক্যান্টনমেন্ট এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ক্যান্টিনসমূহ পরিদর্শন করেন তাঁরা। এ সময় সংশ্লিষ্ট ক্যান্টিনগুলোর কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন কমিটির সদস্যবৃন্দ। দ্রুততম সময়ের মধ্যে বেরোবি ক্যাফেটেরিয়া চালুর জন্য এই পরিদর্শন করা হয়েছে বলে জানান কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর জনাব ছদরুল ইসলাম সরকার, সদস্য জনাব এইচ এম তারিকুল ইসলাম, জনাব তাবিউর রহমান প্রধান, জনাব মহুয়া শবনম, পিএস টু ভিসি জনাব আমিনুর রহমান, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম, বিএনসিসি-এর সার্জেন্ট সালাহ উদ্দিন প্রমুখ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ তিন বছর আগে শেষ হলেও এটি চালু করার কোনো উদ্যোগ নেয়নি সাবেক উপাচার্যের প্রশাসন। বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও গত ১৪ জুন যোগদান করার পরেই এটি চালুকরণের নিমিত্তে একটি কমিটি গঠন করে দেন।

সর্বশেষ সংবাদ