নারায়ণগঞ্জে জাল ওকালতনামাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জাল ওকালতনামা ও কোর্ট ফি লাগানো স্ট্যাম্পসহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের পাশের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাইসুল আহমেদ রবিন ও মিরাজ ওরফে সোহানুরের ‘প্রমিস কম্পিউটার ও ফটোস্ট্যাট’ দোকানে অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিলযুক্ত ৫০টি নকল ওকালতনামা এবং কোর্ট ফিসহ ৫৪০টি জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় রবিনের সহযোগী মিরাজ পালিয়ে যায়।

রাইসুল আহমেদ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।

 

সর্বশেষ সংবাদ