সাংবাদিক কবি মামুন রশীদের জন্মদিন আগামীকাল

উত্তরবঙ্গ নিউজ ডটকম: কবি ও লিটল ম্যাগাজিন ‘দ্বিবাচ্য’ সম্পাদক মামুন রশীদ এর ৪০ তম জন্মদিন আগামীকাল। ১৯৭৭ সালের ০২ আগস্ট তিনি পাবনা জেলার শালগাড়িয়ায় জন্মগ্রহন করেন। পিতা মো. ময়নুল হক সরকার এবং মা মেহেরুন্নেচ্ছা। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। ৪টি কাব্যগ্রন্থ, ০৩টি শিশুদের জন্য গল্পের বই, ২টি প্রবন্ধ, উপন্যাস ১টি, মুক্তিযুদ্ধভিত্তিক বই ২টি, জীবনী গ্রন্থ ৩টি এবং সম্পাদনা ১টি। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কালোপাতা, ওড়ো, সাদাছাই; কুশল তোমার বাঞ্ছা করি; তোমার পরে মেঘ জমলে; এই বইটির কোন নাম দিবো না; ডাইনীবুড়ি ও অন্যান্য গল্প; সবুজ বাড়ির ভূত; ভূতের সঙ্গে একদিন; মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস: বগুড়া; টিটু মিলনায়তন; ডিরোজিও; নেলসন ম্যান্ডেলা; মাদার তেরেসা প্রভৃতি। কবিতার জন্য পেয়েছেন পাঠকপণ্য পাঠশালা সম্মাননা এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে বনানী সম্মাননা। তাকে ঘিরে আগামী ৪ আগস্ট বগুড়া লেখক চক্র আয়োজন করেছে একক কবিতাসন্ধ্যার। কবি মামুন রশীদ কবিতাসন্ধ্যা নামে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৫টায়। জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে মামুন রশীদকে শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সিক্তা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী।

সর্বশেষ সংবাদ