গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  শনিবার গাইবান্ধায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পৌরসভায়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল একটি শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আমির আলী, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল প্রমুখ।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ২ হাজার ১২১টি কেন্দ্র স্থাপন করা হয়। এর মাধ্যমে মোট ৩ লাখ ৩৮ হাজার ৪৪০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নেয়া হয়। এজন্য ৪ হাজার ২৪২ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ