বদলগাছীতে বিরল রোগে আক্রান্ত শিশু পল্লবের চিকিৎসার দায়ভার নিলেন সরকার

আবু সাইদ বদলগাছীঃনওগাঁর বদলগাছীতে শিশু পল্লব বিরল রোগে আক্রান্ত এ বিষয়ে গত ২/৩ দিন পূর্বে দৈনিক আজকালের খবর সহ বিভিন্ন পত্র পত্রিকা ও অন-লাইনে একটি প্রতিবেদন প্রকাশ হলে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি গোচর হয়। প্রধান মন্ত্রীর দৃষ্টি গোচর হওয়ায় পল্লবের খোঁজ খবর নিয়ে সুচিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থ্যা গ্রহনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় প্রফেসর আবুল কালাম আজাদকে নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর নির্দেশে অসহায় দরিদ্র আদিবাসি পরিবারের শিশু পল্লবের চিকিৎসার দায়ভার নিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ বিষয়ে গতকাল রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রালয়ের ডিজি মহোদয়ের নির্দেশে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ডিজি মহোদয়ের আদেশে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সম্মনয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল টিম সকাল ১১ টায় শিশু পল্লবের বাড়ি উপজেলার মিঠাপুর ইউপি হাকিমপু গ্রামে গিয়ে সেখানে তাকে দেখেন এবং দ্রুত সরকারী আম্বলেন্স এর মাধ্যমে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। এবং তার চিকিৎসার বিষয়টি নওগাঁ সিভিল সার্জন রওশন আরা খানম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ