গাইবান্ধায় তিন দিনব্যাপী দূর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক কর্মশালা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ দূর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি যেমন কম হয় তেমনি দুর্যোগ মোকাবেলা সহজতর হয়। যে কোন দূযোগ মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। এবিষয় স্বেচ্ছাসেবকদের গূরুত্ব অপরিসিম। সোমবার ছিন্নমূল মহিলা সমিতির উদ্যোগে এলনা প্রকল্প এসকেএস ফাউন্ডেশন ও অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় ৩দিনের দূর্যোগ বিষয়ে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্ভোধনী বক্তব্যে উপরে উলে¬খিত কথাগুলো বলেছেন প্রধান অতিথি গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম। ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূনবাসন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, গাইবান্ধা প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক উত্তম সরকার, বাসস এর জেলা প্রতিনিধি সরকার শহিদুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ৩৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়।

সর্বশেষ সংবাদ